ফারাক্কার শ্রোতের কারণে নদীতে ভাঙন: প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘ফারাক্কার শ্রোতের কারণে চাঁপাইনবাবগঞ্জসহ ভাটি এলাকার নদীগুলোতে তীব্র ভাঙন হচ্ছে। ভাঙন প্রতিরোধে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙন রোধ করা সম্ভব হবে।’

রোববার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গার গোয়ালডুবির ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করতে এসে এসব কথা বলেন তিনি।

জাহিদ ফারুক বলেন, ‘বর্ষার সময় ভারত ফারাক্কা বাঁধের সব কটি গেট খুলে দেয়। ফলে পানির স্রোতের ধাক্কা গোয়ালডুবি এলাকায় লাগে। তাই এসব এলাকায় ভাঙন বেশি হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘জিও ব্যাগ দিয়ে পদ্মা নদীর তীরে ভাঙন রোধ করার জন্য বাঁধ নির্মাণ করা হয়। সেসব বাঁধেও ফাটল ধরেছে। সরজমিনে এসে দেখে গেলাম, খুব শিগগির ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সাংসদ সদষ্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত নারী আসনের সাংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য আব্দুল ওদুদ প্রমুখ।

এসএইচ-১০/০৬/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)