বৃষ্টির জন্য নামাজে মুসল্লিরা

ভ্যাপসা গরম আর প্রচণ্ড খরতাপ থেকে মুক্তি পেতে দিনাজপুর আদর্শ কলেজ মাঠে বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তেখারা নামাজ আদায় করেছেন দুই শতাধিক মুসল্লি। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

শনিবার বেলা ১১টার দিকে মাঠে ওই নামাজ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মসজিদের ইমাম মাওলানা আবু আমেরের ইমামতিতে দুই রাকাত ইস্তেখারা নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।

এ সময় এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ ও মোনাজাতে অংশ নেন।

নামাজ শেষে তারা বলেন, আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান।

এদিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া মোনাজাত করেছেন মুসল্লিরা।

এসএইচ-০১/১৬/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)