একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন মৌসুমী

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন মৌসুমী আকতার নামে এক গৃহবধূ।

বুধবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই চার শিশুর জন্ম হয়। তাদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নে সরকার পাড়া গ্রামের কৃষক শরিফুল ইসলামের স্ত্রী মৌসুমী আকতার। গত ২০ আগস্ট প্রসব ব্যাথা উঠলে ওই দিনই তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

কয়েক দিন হাসপাতালেই চিকিৎসা নেয়ার পরে বুধবার সকালে সিজারের মাধ্যমে চারটি সন্তান জন্ম দেন তিনি।

হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ইসরাত জাহান জানান, ভূমিষ্ঠ হওয়া চার নবজাতকের মধ্যে প্রথমজনের ওজন প্রায় ১১০০ গ্রাম, দ্বিতীয় জনের ১০০০ গ্রাম, তৃতীয় জনের ওজন ৯০০ গ্রাম এবং চতুর্থ জনের ওজন ৮০০ গ্রাম। বাচ্চাগুলো অপরিপক্ব হওয়ায় এনআইসিইউতে রাখা হয়েছে। মাসহ নবজাতকরা সুস্থ আছে।

এদিকে একসঙ্গে চার সন্তানের জন্ম দেয়ায় মৌসুমীর পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

নবজাতকদের বাবা শরিফুল ইসলাম বলেন, আশাকরি চার সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব।

এসএইচ-১১/৩১/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)