শুটিং করতে গিয়ে কাঁদলেন তিশা

নাটকের শুটিং করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী তানজিন তিশা। ঘটনাটি সম্প্রতি ‘শরবত’ নামের ঈদ বিশেষ নাটকের শুটিং সেটে। এর নির্মাতা সেরনিয়াবাত শাওন জানান, বাবা-মেয়ের খুনসুটি ও আবেগের চমৎকার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘শরবত’ নাটকটি। এর শুটিংয়ে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন তিশা।

নির্মাতা কথায়, ‘নাটকে সোনিয়ার চরিত্রে অভিনয় করেছেন তিশা। নাটকে তার বাবার চরিত্রে আছেন মামুনুর রশীদ। গত বছর এই অভিনেত্রী তার বাবাকে হারিয়েছেন। শুটিংয়ে বাবা-মেয়ের খুনসুটির দৃশ্যে নিজের বাবার কথা মনে পড়ে যায় তার। তখন আর আবেগ সামলাতে পারেননি তিনি।’

তিশা বলেন, ‘এই নাটকের গল্পে স্ট্রাগল করা একটি মেয়ের চরিত্রে আমি অভিনয় করেছি। কিছু ঘটনা আছে মজার আর কিছু ঘটনা কষ্টের। তবে নাটকে যে বার্তা দেওয়া হয়েছে, সেটা খুব খারাপ লেগেছে। নাটকে বাবা-মেয়ের খুনসুটির কয়েকটি দৃশ্য আছে। শেষে একটি দৃশ্যে শুটিং করতে গিয়ে বারবার আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না। মেকআপ রুমে গিয়েও অনেক কেঁদেছি।’

এসএ-০৫/২৫/২৩ (বিনোদন ডেস্ক)