রাজশাহী কলেজে মানববন্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন

সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট (সিসিডি বাংলাদেশ) এর আয়োজনে এ্যাকটিভ সিটিজেনের ১০৩ তম ব্যাচের শিক্ষার্থীরা রাজশাহী কলেজে পরিস্কার পরিচ্ছনতা সম্পর্কে সচেতনতা সৃস্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে সোশ্যাল একশন প্রজেক্টের অংশ হিসেবে ‘স্মাইলিং এনভায়রনমেন্ট’ নামক এই কার্যক্রম পরিচালনা করেন তারা।

কার্যক্রমগুলোর মধ্যে ছিল-পরিবেশ সংরক্ষণের ওপর মানবন্ধন, অব্যবহৃত ড্রেনের ময়লা পরিষ্কার ও ফুলের ডব স্থাপন, স্ট্রিট হকারদের ময়লার ঝুড়ি বিতরণ ও গণস্বাক্ষর কর্মসূচি।

এসব কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. আল-ফারুক চৌধুরী।

এসময় বিশেষ অতিথি ছিলেন– অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল খালেক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিসুজ্জামান মানিক, সিসিডি বাংলাদেশ’র যুগ্ম পরিচালক শাহানা পারভীন, প্রজেক্ট কো-অর্ডিনেটর আয়েশা সিদ্দিকা অনু, ট্রেনিং কো-অর্ডিনেটর শামসুন্নাহার সুইটি, প্রোগ্রাম অর্গানাইজার তাহমিন হোসেন শান্ত এবং কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।

বিএ-২০/০৯-১২ (নিজস্ব প্রতিবেদক)