রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানীর ডয়েচে ভেলে (ডি ডব্লিউ) একাডেমির আয়োজনে মোবাইল সাংবাদিকতা বিষয়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স কনফারেন্স কক্ষে ‘মোবাইল জার্নালিজম: দ্য ফিউচার অব জার্নালিজম’ এ হ্যান্ডস অন ট্রেনিং’ শীর্ষক কর্মশালা করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন প্রখ্যাত দুইজন ব্রিটিশ মোবাইল সাংবাদিক অ্যান্ডি বার্গাস এবং ইউসুফ ওমর।
কর্মশালায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষতা সাধন এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সাংবাদিকদের বিভিন্ন প্লাটফর্মে দক্ষ হবার বিকল্প নেই। ভবিষ্যতে সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমেই সাংবাদিকতা পেশাকে আলোকিত করা সম্ভব। দেশে সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্প পরিচালিত হচ্ছে।
প্রকল্পের মধ্যে রয়েছে মোবাইল, রেডিও, টেলিভিশন সাংবাদিকতার প্রশিক্ষণ, শিক্ষার্থীদের ইন্টার্নশীপ, চাকুরি সম্পর্কিত দক্ষতা অর্জন ইত্যাদি। এদিকে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পেশা হিসেবে ভবিষ্যৎ সাংবাদিকতার জন্য বিভিন্ন দিক নির্দেশনা ও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় বিভাগের সভাপতি আ-আল মামুন, অধ্যাপক খাদেমুল ইসলাম, অধ্যাপক মশিহুর রহমান এবং ডয়েচেভেলে একাডেমীর পরামর্শক লুৎফা আহমেদ উপস্থিত ছিলেন। তাদেরকে সহযোগিতা করেন দৈনিক প্রথম আলোর মোবাইল সাংবাদিকতা বিভাগের প্রধান জামিল খান। দিনব্যাপী কর্মশালায় বিভাগের দেড়শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিএ-১৮/২৫-০২ (শিক্ষা ডেস্ক)