দেশসেরা কলেজ অধ্যক্ষকে আরসিআরইউর অভিনন্দন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে তৃতীয়বারের মতো দেশসেরার খেতাব অর্জন করেছে রাজশাহী কলেজ। এই গৌরবময় অর্জনের নেতৃত্ব কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে ফুল দিয়ে অভিনন্দন জানান আরসিআরইউ’র সাংবাদিকরা।

আরসিআরইউ’র সভাপতি বাবর মাহমুদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ, প্রশিক্ষন ও প্রকাশনা সম্পাদক হাদিসুর রহমান, নির্বাহী সদস্য রিবিকা বালা।

এসময় আরো উপস্থিত ছিলেন- আরসিআরইউ’র সহযোগী সদস্য পলি রাণী, জান্নাতুল খাতুন, দিপীকা গোমেজ, ফারজানা খাতুন, মীম, বিপ্লব হোসেন, সজিব ইসলাম প্রমুখ। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগ ও সহশিক্ষা সংগঠন কলেজ অধ্যক্ষকে শুভেচ্ছা জানায়।

উল্লেখ্য, সোমবার দুপুরে গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ রাজশাহী কলেজকে সেরা ঘোষনা করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ‘এনইউ কলেজ র‌্যাংকিং-২০১৭’-এর বিস্তারিত ফলাফল তুলে ধরা হয়। আর তাতে তৃতীয়বারের মতো দেশসেরার মুকুট অর্জন করে রাজশাহী কলেজ। এর আগে ২০১৫ সালে ও ২০১৬ সালের র‌্যাংকিংয়েও প্রথমস্থান অধিকার করেছিল রাজশাহী কলেজ।

প্রসঙ্গত, ২০১৮ সালে শিক্ষা মন্ত্রণালয়ের অধিনেও দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে হ্যাটট্রিক করে রাজশাহী কলেজ।

বিএ-১৯/২৬-০২ (নিজস্ব প্রতিবেদক)