এবার রাবির সমাজবিজ্ঞান বিভাগের সভাপতিকে হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের পর এবার বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার আলীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত তিন দিনে সর্বহারা পরিচয়ে হুমকিপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষক। যাদের দুইজনই সমাজবিজ্ঞান বিভাগের।

সমাজ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার আলী জানান, স্বপন কুমার নামের পরিচয় দিয়ে নিজেকে সর্বহারা দলের সদস্য দাবি করেন ওই ব্যক্তি। এরপর অন্য দুই শিক্ষকের মতো আমাকেও হত্যার হুমকি দেওয়া হয়। গতকাল সন্ধ্যা ৭ টার একটু পর এই ঘটনা ঘটে।

তবে যে মোবাইল থেকে ফোন দেওয়া হয়েছে সেটি জানাননি তিনি। সন্ধ্যার পর বিস্তারিত জানাবেন’ বলেন অধ্যাপক।

পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর আগে আমার বিভাগের একজন শিক্ষকসহ দুইজন শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়। আমরা অফিসিয়ালি বিষয়টি দেখার চেষ্টা করছি। জিডির চেষ্টা চলছে।

এদিকে একের পর এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছেন শিক্ষকরা।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন বলেন, এটা বড় উদ্বেগজনক। শিক্ষক হিসেবে আমরা সাধারণ মানুষ। আমার চাওয়া যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনানুগ প্রশাসন গুরুত্বের সাথে বিষয়টি দেখবে এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করবে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বহারা দলের সদস্য পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম ও দর্শন বিভাগের অধ্যাপক মুতাছিম বিল্লাহকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ওই দুই শিক্ষক নগরীর মতিহার থানায় পৃথক সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, শিক্ষকদের বিভাগগুলোতে আলোচনা চলছে। এছাড়া আমাকে মৌখিকভাবে জানিয়েছে। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবো।

পদক্ষেপের বিষয়ে জানতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি।

বিএ-২০/০৩-০২ (শিক্ষা ডেস্ক)