জ্ঞানার্জনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার আহ্বান জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, নোংরা জিনিস পছন্দ করি না। তাই আমরা ক্যাম্পাসে যত্রতত্রে উচ্ছিষ্ট ফেলবো না।
নিদিষ্ট আবর্জনার ডাস্টবিন ব্যবহার করব। কেননা নোংরা জিনিস পরিষ্কার করার চেয়ে নোংরা না করাই ভাল। নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি করে বিশ^বিদ্যালয় ক্যাম্পাস ও দেশটাকে পরিচ্ছন্ন করে গড়ে তোলার আহ্বান জানান।
সোমবার সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
“পরিচ্ছন্ন ক্যাম্পাস, স্বস্তির নিঃশ্বাস, সুস্থ জ্ঞানার্জন” “সবাই মিলে শপথ করি পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি” এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে অংশ নেন উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা, চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম এ বারী, প্রক্টর লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও বিভিন্ন হল, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বিএ-০৯/০৪-০৩ (শিক্ষা ডেস্ক)