রাজশাহীস্থ সাতক্ষীরা জেলা সমিতির নতুন কমিটি গঠন

রাজশাহীস্থ সাতক্ষীরা জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হককে সভাপতি ও ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অমর কুমার রায়কে সাধারণ সম্পাদক করা হয়।

শুক্রবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় প্রায় ২৫০ জন সদস্যের উপস্থিতিতে ১৭ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

রাবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড.মো: আফসার উদ্দিন (অব:), বিশেষ অতিথি পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর ড.মো: আইয়ুব আলী, প্রফেসর ড.মো: মাহমুদুল আলম, বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাহমুদ, রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মালেক, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

কমিটির অন্য সদস্যরা হলেন– সহ-সভাপতি-১ আরিফ বিল্লাহ, সহ-সভাপতি-২ শাহীন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অমিয় পাইন, সাংগঠনিক সম্পাদক তাহমিনা ফারহানা পপি, কোষাধ্যক্ষ মো. রোকনুজ্জামান, সহ-কোষাধ্যক্ষ মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক সাগর হোসেন, প্রচার সম্পাদক নাসিরুদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অলিপ সানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক আদনিন হাসনাত, ক্রীড়া সম্পাদক শেখ নাহিয়ান নিপু, ছাত্রী বিষয়ক সম্পাদক হাবিবা খাতুন, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক মাছুরা খাতুন, কার্যনির্বাহী সদস্য-১ মোস্তাফিজুর রহমান ও কার্যনির্বাহী সদস্য-২ তন্ময় মন্ডল। এছাড়া উপদেষ্টা হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দশ জন শিক্ষকে রাখা হয়েছে।

বিএ-১৮/০১-১১ (শিক্ষা ডেস্ক)