রাবির ‘এ’ ও ‘বি’ ইউনিটে ভর্তির সময় বৃদ্ধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্র্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ও ‘বি’ ইউনিটে ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সময় বৃদ্ধির কারণে মেধাতালিকায় থাকা ভর্তিচ্ছুরা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি হতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সব বিভাগে শূন্য আসন রয়েছে শুধুমাত্র সেসব বিভাগে ভর্তির জন্য নিজ নিজ ইউনিটে ভর্তিচ্ছুদেরকে ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র জমা দেয়ার জন্য বলা হয়েছে। নতুন করে এ ভর্তি কার্যক্রম চলবে ৪ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটভুক্ত বিভাগসমূহের মধ্যে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ১৩টি, উর্দু বিভাগে ৩০টি, সংস্কৃত বিভাগে ২৩টি, ইংরেজী বিভাগে দু’টি, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগে ৭টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে একটি শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

‘বি’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ-তে বাণিজ্য গ্রুপ থেকে দু’টি এবং বিজ্ঞান গ্রুপ থেকে একটি শূন্য আসনের বিপরীতে মোট তিনজন ভর্তি করা হবে।

বিস্তারিত সকল তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd থেকে পাওয়া যাবে।

বিএ-১২/২৮-০১ (শিক্ষা ডেস্ক)