রাজশাহী বোর্ডে ইংরেজিতে ৪ পরীক্ষার্থী বহিস্কার

এবারের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রে রাজশাহী শিক্ষাবোর্ডের চার পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষা চলাকালে বৃহস্পতিবার তাদের বহিস্কার করা হয়।

এরা হলো- নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত মাহমুদ রোল-১২২২৯৯০), নওগাঁর মান্দা উপজেলার কর্ণভাগ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী পলাশ হোসেন (রোল-৭০৩৩৮১), বগুড়ার কাহালু উপজেলার তিনদিঘী উচ্চদ্যিালয়ের শিক্ষার্থী স্বপন আকন্দ (রোল-৪৮৪২৮১) এবং জয়পুরহাটের কালাই উপজেলার শান্তিনগর আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল হাসান (রোল-৪৮৮৯৫০)।

সন্ধ্যায় রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে ওই চার পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এর বাইরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ইংরেজি প্রথমপত্রে মোট পরীক্ষার্থী ১ লাখ ৮৯ হাজার ৪৬৭ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭৬৯ জন। দশমিক ৩৭ শতাংশ হারে অনুপস্থিতি ছিলো ৬৯৮জন পরীক্ষার্থী। রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ২৬০টি কেন্দ্রে একযোগে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিন সব চেয়ে বেশী সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো সিরাজগঞ্জের ৪৪ কেন্দ্রে ১২৪ জন। এরপর যথাক্রমে রাজশাহীর ৫০ কেন্দ্রে ১১৭ জন, নওগাঁর ৩৮ কেন্দ্রে ১১৫ জন, পাবনায় ৩১ কেন্দ্রে ১১২ জন, বগুড়ায় ৪০ কেন্দ্রে ১০২ জন, নাটোরে ২৫ কেন্দ্রে ৮২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে ৩০ জন এবংজয়পুরহাটের ১৭ কেন্দ্রে ১৬ জন।

বিএ-০৯/০৬-০২ (নিজস্ব প্রতিবেদক)