দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার

ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার। বাংলাদেশ ও ভারতের মধ্য দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং আরও বেশিসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীদের এখানে ভর্তি হতে উৎসাহিত করা হচ্ছে এ উদ্যোগের মধ্য দিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পিসি জোশি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের অর্জনের অংশ হিসেবে দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে ‘বঙ্গবন্ধু চেয়ার’।

এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করতে উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন জোশি।

পিসি জোশি আরও বলেন, বাংলাদেশ থেকে আমাদের প্রচুর শিক্ষার্থী রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কয়েকটি ফেলোশিপ সরবরাহ করা হলে, তাদের সংখ্যা বাড়তে পারে।

এ ছাড়া, ২০২০ সালে ২১ বাংলাদেশি শিক্ষার্থী দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বলেও জানান উপাচার্য পিসি জোশি।

এসএইচ-১৩/২১/২১ (শিক্ষা ডেস্ক)