বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। দীর্ঘ দুই বছর পর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পুনরায় আজ কাজে যোগদান করেন তিনি।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে উপাচার্যের কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর সহযোগি অধ্যাপক শাতিল সিরাজ, প্রভাষক ছালমা জান্নাত ও রমজান আলী। এছাড়াও বিভাগের কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা প্রদানকালে উপাচার্য বিভাগের কো-অর্ডিনেটরকে ধন্যবাদ জ্ঞাপনসহ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
উপাচার্য হিসেবে পুনরায় যোগদানের ফলে বিশ্ববিদ্যালয় নতুন করে প্রাণ ফিরে পাবে বলে মনে করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়ে যোগদান করেন।
এসএইচ-২৩/১২/২১ (শিক্ষা ডেস্ক)