২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তবে যারা ২ ডোজ টিকা নিয়েছে তারাই শ্রেণিকক্ষে যেতে পারবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এর ২ সপ্তাহ পর প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হতে পারে উল্লেখ করে তিনি সব প্রতিষ্ঠানকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ১২ বছরের ওপরে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থী আছে ১ কোটি ২৮ লাখ। তাদের মধ্যে ১ কোটি ২৬ লাখ শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং ৩৪ লাখ ৪০ হাজার শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।

বাকিদের আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এসএইচ-০২/১৭/২২ (শিক্ষা ডেস্ক)