শিক্ষার্থীদের বিক্ষোভে অতিরিক্ত বগি নিয়ে ছাড়ল পদ্মা এক্সপ্রেস

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অতিরিক্ত তিনটি বগি নিয়ে রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে পদ্মা এক্সপ্রেস ট্রেন।

বুধবার বিক্ষোভের দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টায় পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ১ হাজার ৫০টি সিটের বিপরীতে প্রায় দেড় হাজার যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে টিকিট না পেয়ে রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ সময় তারা অতিরিক্ত ট্রেনের জন্য বিক্ষোভ করেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিযোগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা বুধবার বিকেলে শেষ হওয়ায় ট্রেনের উপর বাড়তি চাপ পড়েছে। এরপরও রেলওয়ে কর্তৃপক্ষ অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা না করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলেও তাদের শান্ত করা যায়নি।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম জানান, পরিস্থিতি সামাল দিতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত নতুন তিনটি বগি সংযোজন করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনে ১ হাজার ৫০টি সিটে প্রায় দেড় হাজার যাত্রী রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, যাত্রী সাধারণের চাপের কথা বিবেচনায় নিয়ে সাপ্তাহিক বন্ধ থাকা ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বুধবার রাতে চলাচলের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি। তবে এতে অতিরিক্ত কোনো বগি সংযোজন করা হবে না বলেও জানান তিনি।

এসএইচ-১০/২৭/২২ (শিক্ষা ডেস্ক)