রাজশাহী অঞ্চলে ইউনিস্যাবের নতুন কমিটি গঠন

ইউনাইটেড নেশন্স ইয়্যুথ এন্ড স্টুডেন্টস এসোসিয়েশনস অফ বাংলাদেশের (ইউনিস্যাব) রাজশাহী অঞ্চলের ২০২৩-২৪ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অনিক চন্দ্রকে রিজিউনাল ডিরেক্টর ও ফারহান ইবনে শহিদুল্লাহ এবং আসিফ রহমানকে ডেপুটি ডিরেক্টর করা হয়েছে। শনিবার ( ৪ মার্চ ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে এডমিনিস্ট্রেটিভ কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন কিশোয়ার আজমি নাজিয়া; এক্সিকিউটিভ – বাঁধন রায়, অনন্যা সাহা, ফাতেমা আজমী; ব্রান্ডিং এন্ড ডকুমেন্টেশন কো-অর্ডিনেটর আবেদুর রহমান এলিট; এক্সিকিউটিভ- মোঃ রাকিব খান, রাসিবুল ইসলাম রোমান এবং হাসিবুল হাসান প্রান্ত; এক্সটার্নাল অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটর ফারহান মাহবুব রওনক ; ইন্টারনাল অ্যাফেয়ার্স এক্সিকিউটিভ – মোহাম্মদ মাহফুজুর রহমান, ইয়াসিন আরাফাত এবং সাবিলা আলম।

এ ছাড়া লজিস্টিক এন্ড সাপোর্ট কো-অর্ডিনেটর হিসেবে রাজন আহমেদ; এক্সিকিউটিভ – মোহাম্মদ শাহীন, খন্দকার আদনান সাকিব, নজরুল ইসলাম; সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর সালমা বিনতে শহিদ; এক্সিকিউটিভ -এ.কে.এম. মাহবুব মোর্শেদ, অপু মন্ডল, জাফরিন জামান; রিসোর্স প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর সুফি মেহের; এক্সিকিউটিভ – আখতারুজ্জামান বাবু, রোকাইয়া বিনতে শরিফ পিয়াল, মাসতুরা বিনতে মোহনা; মিডিয়া কো-অর্ডিনেটর হুমায়ুন কবির সজিব; এক্সিকিউটিভ – মহসিন খান, তিশা খানম, শারমিন সুরাইয়া শান্তা মনোনীত হয়েছেন।

এলএস-০১/০৪/২৩