সংক্ষিপ্ত সিলেবাসে হবে গুচ্ছের ভর্তি পরীক্ষা

এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষার সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হবে। যে সিলেবাসে বোর্ড পরীক্ষা হয়েছে, সে অনুযায়ীই ভর্তি পরীক্ষা হবে। শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হতে সর্বনিম্ন ৩০ নম্বর পেতে হবে বলে জানান তিনি।

পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে বলে জানান জবি উপাচার্য।

আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য ও ৩ জুন বিজ্ঞান বিভাগের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ৮ জুনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে। ভর্তি পরীক্ষার সব তথ্য সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে।

এসএইচ-১২/০৫/২৩ (শিক্ষা ডেস্ক)