রাবিতে মাদক বিরোধী আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার মুক্তমঞ্চে আঁধারের শেকল হোক সচেতনতায় বিকল- এই শ্লোগানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফাইনালে শহীদ সোহরাওয়ার্দী হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদ হবিবুর রহমান হল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম (RUDF) এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সহযোগিতায় ছিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আলোচন সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর সুলতান উল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের প্রফেসর ড. রুকসানা বেগম, টিএসসিসির পরিচালক প্রফেসর ড. আরিফ হায়দার, পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

মাদকবিরোধী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, আলোচনা সভা এবং পুরস্কার বিতরনীর পর রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এআর-০২/০৭/০২ (নিজস্ব প্রতিবেদক)