ডিভোর্সের জন্য আদালতে শ্রাবন্তী

ডিভোর্সের জন্য

সুপার মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর সম্পর্ক ভাঙার খবরটা বহুদিনের। কৃষ্ণ ভিরাজের সঙ্গে শ্রাবন্তীর ঢাক-ঢোল বাজিয়ে বিয়ের কিছুদিনের মধ্যেই টলিউড অভিনেত্রীর বিয়ে ভাঙার খবর মেলে।

অবশেষে মঙ্গলবার আলিপুর জাজেস কোর্টে মিউচুয়াল ডিভোর্স কেস ফাইল করেছে বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার।

এদিন শ্রাবন্তীর সঙ্গে আলিপুর জাজেস কোর্টে হাজির ছিলেন তাঁর বাবা-মা। শ্রাবন্তীকে দেখতে উপস্থিত ছিল বহু উৎসুক মানুষ। শ্রাবন্তী ও কৃষ্ণ ভিরাজ বিয়ের পিঁড়িতে বসেছিলেন গত বছর ১০ জুলাই।

শ্রাবন্তীর বিয়েতে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন টালিগঞ্জের অনেক তারকাই। আর বিয়ের তিনমাসও কাটতে না কাটতেই তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। তবে ঠিক কী কারণে তাঁদের বিয়েটা টিকলো না সে বিষয়ে শ্রাবন্তী বা কৃষ্ণভিরাজ কেউই মুখ খোলেননি।

প্রসঙ্গত, সুপার মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে শ্রাবন্তী দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার আগে বহু অল্প বয়সেই পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। শ্রাবন্তী ও রাজীবের একটি ছেলেও রয়েছে নাম ঝিনুক। আপাতত ঝিনুক ও নিজের বাবা-মায়ের সঙ্গেই থাকেন শ্রাবন্তী।

আরএম-০৬/১৬/০১ (বিনোদন ডেস্ক)