কঙ্গনা কাদের দেশদ্রোহী বলে বিতর্কে

ফের আলোড়ন ফেললেন কঙ্গনা রানাউত। জাভেদ আখতার, শাবানা আজমিকে দেশদ্রোহী বললেন তিনি। করাচি সাহিত্য উৎসবে যাওয়ার কথা থাকলেও পুলওয়ামার ঘটনার পরেই তা বাতিল করে দেন জাভেদ ও শাবানা। কিন্তু প্রস্তাবিত এই সফরকেই কটাক্ষ করেছেন কঙ্গনা। তা নিয়েই বিতর্কিত মন্তব্য করেন অভিনেত্রী।

সরাসরি জাভেদ আখতার, শাবানা আজমিকে দেশদ্রোহী বললেন তিনি। যা নিয়ে সরব বলিউডেরও অনেকে। করাচি সাহিত্য উৎসবে যাওয়ার কথা ছিল জাভেদ আখতার ও শাবানা আজমি। দু’‌দিনের পাকিস্তান সফর ছিল তাঁদের। ওই উৎসবে শাবানা আজমির প্রয়াত বাবা তথা লেখক কাইফি আজমিকে স্মরণ করা হবে বলে জানা গিয়েছে।

কিন্তু বৃহস্পতিবার পুলওয়ামায় হামলার ঘটনার পর করাচি সফর তা বাতিল করে দেন জাভেদ–শাবানা। কিন্তু প্রস্তাবিত এই সফরকেই কটাক্ষ করেছেন কঙ্গনা। তাঁর কথায়, ‘‌পাকিস্তানের সঙ্গে যারা সাংস্কৃতিক আদান–প্রদান করেন, তারাই ভারত তেরা টুকরে হোংগে গ্যাংকে প্রশ্রয় দেন।’‌

কঙ্গনা কার্যত তোপ দেগে বলেন, ‘‌আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেশদ্রোহীতে ভর্তি। পাকিস্তানকে নিষিদ্ধ করা নয়, ওদের এই মুহূর্তে বিনাশ করার চেষ্টা করতে হবে।’‌

প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভোজ্যোত সিং সিধুর নাম না করে তিনি বলেন, ‘‌যারা এই সময় অহিংসার লেকচার দিচ্ছে, তাদের মুখে কালি মাখিয়ে গাধায় চড়িয়ে ঘোরানো উচিত।’‌

এসএইচ-০৪/১৭/১৯ (বিনোদন ডেস্ক)