নিজের ছবি মুক্তি পাবে জানেই না পুজা!

নিজের ছবি মুক্তি

শুক্রবার মাত্র একটি হলে মুক্তি পেয়েছে ‘প্রেম আমার ২’। যৌথ প্রযোজনার এই ছবি নিয়ে বললেন নায়িকা পূজা চেরী।

মাত্র একটি হলে মুক্তি পেল বহুল আলোচিত ছবিটি!

সত্যি বলতে, জানতাম না ছবিটি গতকাল মুক্তি পেয়েছে। ফেসবুকে দেখলাম ‘প্রেম আমার ২’ মুক্তি পেয়েছে। একটু মন খারাপ তো হয়েছেই। বড় বাজেটের এই ছবি নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। গল্পটাও বেশ ভালো।

এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলেন?

মাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যস্ত সময় পার করছি। সে জন্য যোগাযোগ করতে পারিনি। শুনেছি, ১ মার্চ বড় পরিসরে ছবিটি মুক্তি দেওয়া হবে।

জাজের অন্য ছবিগুলো মুক্তির সময় যে পরিমাণ প্রচার-প্রচারণা চলেছে, সেদিক থেকে ‘প্রেম আমার ২’ কি একটু অবহেলিত?

ছবিটির সঙ্গে প্রথম থেকেই খারাপ হয়েছে। কথা ছিল, দুই দেশে একই দিনে মুক্তি পাবে। দুইবার করে মুক্তির তারিখও চূড়ান্ত হয়েছিল। শেষ পর্যন্ত এ দেশে সেন্সর না পাওয়ায় কলকাতায় মুক্তি পেল ৮ ফেব্রুয়ারি। জাজের কর্ণধার একটু ঝামেলায় আছেন। ছবির দিকে নজর দিতে পারছেন না। হয়তো সে জন্যই প্রচারণায় ঘাটতি। পরীক্ষার কারণে আমিও সময় দিতে পারছি না।

কলকাতায় কেমন চলল ছবিটা?

গত সপ্তাহে ছবির নায়ক আদৃতের সঙ্গে কথা হয়েছে। সে জানাল, দর্শক আমাদের জুটিকে পছন্দ করেছে। রাজ চক্রবর্তী এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ভালো ব্যবসাও করছে। কলকাতায় নিজে যেতে পারিনি। তাই তাঁদের কথাই বিশ্বাস করেছি।

‘প্রেম আমার ২’ ঘিরে আপনার স্বপ্নগুলো কি পূর্ণতা পাবে?

আমি ভাগ্যে বিশ্বাস করি। এক দিনে দুই দেশে মুক্তি পেলেই ছবি বাম্পার হিট হয়ে যেত এমন নয়। আবার এক হলে মুক্তি পেয়েছে বলে ছবি ফ্লপ, তাও কিন্তু নয়। ১ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে চাই। তখন যেটা হবে মেনে নেব।

নতুন ছবির শুটিং কবে?

কিছুই জানি না। নতুন যে ছবিগুলোতে চুক্তিবদ্ধ হয়েছিলাম, তার সবই জাজ মাল্টিমিডিয়ার। প্রতিষ্ঠানটির কর্ণধার আজিজ ভাই বলতে পারবেন কবে শুটিং। মার্চের প্রথম সপ্তাহে আমার পরীক্ষা শেষ হবে, এর পর আমার শিডিউল ফাঁকা। তিনি যেদিন বলবেন সেদিনই শুটিংয়ে নেমে পড়ব।

আরএম-১২/২৩/০২ (বিনোদন ডেস্ক)