১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করে বলিউড তারকা সাইফ আলী খান ১৩ বছর সংসার করার পরে বিয়ে করেন নায়িকা কারিনা কাপুরকে। তার আগে বিবাহ বিচ্ছেদ হয় অমৃতার সঙ্গে।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সাইফ আলী খান কথা বলেছেন তার সাবেক স্ত্রীর ব্যাপারে। তিনি জানান, কারিনার সঙ্গে বিয়ের দিন তিনি অমৃতাকে চিঠি লিখেছিলেন। আর কারিনাই নাকি অমৃতাকে চিঠি লেখার জন্য তাকে অনুরোধ করেন।
চিঠিতে সাইফ তাঁর নতুন জীবন শুরু করার কথা জানিয়েছেন, অমৃতার সঙ্গে কাটানো কিছু পুরোনো স্মৃতির কথাও উল্লেখ করেছিলেন। তবে সেই চিঠিতে ঠিক কী লেখা ছিল, তা সাইফ জানাননি।
এব্যাপারে কারিনা তাঁর স্বামী সাইফের স্ত্রী অমৃতা সিংকে নিয়ে বলেছেন, অমৃতাকে আমি শ্রদ্ধা করি।
যদিও আমরা কখনো সামনাসামনি হইনি তবু জানি, তিনি একজন অপূর্ব মা এবং রুচিশীলা নারী। তাই তাঁর প্রতি আমার শ্রদ্ধা অটুট থাকবে।
এসএইচ-১৬/২৬/১৯ (বিনোদন ডেস্ক)