কি নিয়ে চমক দেখাতে চান সালমান!

ঐশ্বর্যের সঙ্গে তাঁর প্রেম পর্বের শুরু সঞ্জয় লীলা বনশালীর ছবি ‘হাম দিল দে চুকে সনম’ ছবির হাত ধরে। তবে তার পরের পর্বে কী ঘটেছিল তা কজনেই জানেন? এবার জানা গেলো ফের একবার ‘হাম দিল দে চুকে সনম’ ছবির চমক ফিরিয়ে আনতে চলেছেন সালমান!

জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে এবার ফের সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে জুটি বাঁধবেন সালমান খান। ‘হাম দিল দে চুকে সনম’ এর ১৯ বছর পর ফের একবার সঞ্জয়, সালমান ফিরতে চলেছেন একসঙ্গে।

ফলে ইন্ডাস্ট্রিতে আপাতত একটাই প্রশ্ন, ফের একবার ‘হাম দিল দে চুকে সনম’ এর চমক ফিরিয়ে দিতে পারবেন কি এই জুটি!

এর আগে অবশ্য সঞ্জয় লীলা বনশালীর ‘খামোশি’ ছবিটিতে অভিনয় করেন সালমান। তবে সেই ছবির জনপ্রিয়তাকেও হার মানিয়েছিল ‘হাম দিল দে চুকে সনম’।

জানা গিয়েছে, সালমান ও সঞ্জয়লীলা বনশালীর পরবর্তী ছবিও একটি প্রেমকাহিনিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। খুব শীঘ্রই ছবিটির শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।

এসএইচ-১৯/২৬/১৯ (বিনোদন ডেস্ক)