মাধুরীই শ্রীদেবী

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। এই ঘোষণা আসার পর থেকেই সবার জানার আগ্রহ কে অভিনয় করবেন শ্রীদেবীর চরিত্রে ? এবার বনি কাপুর প্রকাশ করেছেন সেই কাঙ্খিত নাম। ভারতীয় গণমাধ্যম বলছে, শ্রীদেবী হিসেবে মাধুরী দীক্ষিতকেই নাকি নিতে চান বনি।

শ্রীদেবীর চরিত্রে বনি কাপুরের প্রথম পছন্দ মাধুরী দীক্ষিত। কারণ বনি মনে করেন শ্রীদেবীর চরিত্র নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে পারবেন মাধুরীই।

এছাড়া পরিচালক বনি কাপুর ও তার ভাই অভিনেতা অনিল কাপুর দুজনের সাথেই মাধুরীর বেশ ভাল সম্পর্ক।

তবে মাধুরী এই চরিত্রে অভিনয় করবেন কী না এ বিষয়ে জানা যায়নি এখনো। এদিকে সম্প্রতি মাধুরী চুক্তিবদ্ধ হয়েছেন করণ জোহর সাজিদ নাদিয়াদ ওয়ালা প্রযোজিত আসন্ন ছবি ‘কলঙ্ক’তে। যেখানে শ্রীদেবীর অভিনয় করার কথা ছিল। সেই চরিত্রেই অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছেন মাধুরী।

তবে শ্রীদেবীর বায়োপিক নির্মাণে তার চরিত্রে শ্রীদেবীর প্রথম পছন্দই ছিল তার মেয়ে জানভি কাপুর। যিনি সম্প্রতি বলিউডে পা রেখেছেন ‘ধড়ক’ ছবির মাধ্যমে ।

এসএইচ-২০/২৬/১৯ (বিনোদন ডেস্ক)