রাফিয়াথ রশিদ মিথিলা। ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী তিনি। এছাড়াও তিনি কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকারও। তবে অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত মিথিলা। এবার আরেকটি নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই অভিনেত্রী, তা হলো- লেখক হিসেবে।
জানা গেছে, মিথিলা ছোটদের জন্য গল্প লিখছেন। আর সেই গল্পগুলো নিয়ে খুব শিগগিরই সিরিজ বই প্রকাশ করবেন তিনি। বইটির নাম রেখেছেন ‘আইরা ও মায়ের অভিযান’। অভিনেত্রী মিথিলা জানিয়েছেন, প্রকাশকের সঙ্গে কথাও বলেছেন তিনি।
মিথিলা শিক্ষকতার পাশাপাশি ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন। এ কারনে শিশুদের সঙ্গে অনেকটা সময় ব্যয় করেন তিনি। তার এই অভিজ্ঞতা বইটিতে উঠে আসবে।
এ বিষয়ে মিথিলা বলেন, ‘শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গা ভ্রমণ করতে হয়। এ সময় অনেক মজার মজার পরিস্থিতির মুখোমুখি হই। তখন আমার মেয়ে আইরা সঙ্গে থাকে। এসব অভিজ্ঞতা থেকে গল্পগুলো লিখছি। আমার মনে হচ্ছে, দেশের শিশুদের এ বিষয়গুলো জানা দরকার।’
উল্লেখ্য, শোবিজের বেশ আলোচিত জুটি তাহসান-মিথিলা। তাদের দাম্পত্য জীবনকে সবাই উপমা হিসেবে ব্যবহার করতেন। সবাই মনে করতো তাদের মতো সুখী হয়ত আর কেউ নেই। কিন্তু গেল বছরের অক্টোবরে তাদের বিচ্ছেদের খবর শুনে পুরো মিডিয়া জগত ধাক্কা খায়।
ওই বছরের মে মাসে তাদের দীর্ঘ ১১ বছরের সংসারের ইতি টানা হয়। বিচ্ছেদের আগে প্রায় দুই বছর ধরে তারা নিজেদের সমস্যাগুলো মিটমাট করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সম্ভব না হওয়ায় তারা চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
এসএইচ-১৭/২৭/১৯ (বিনোদন ডেস্ক)