মহিলা। বর্ণময়। উভকামী।’ তিনটি ছোট শব্দ, তাতেই বাজার মাত! তাঁর ভিডিও ইন্টারনেট কাঁপাচ্ছে অনেকদিন হল। ঝড় তুলেছে তাঁর ছবিও।
এ বার ইনস্টাগ্রামে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুললেন ‘সুপারউওম্যান’ লিলি সিংহ। সোমবারই তিনি নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে স্পষ্ট জানান, তিনি উভকামী বা বাইসেক্সুয়াল। এই কথা টুইটও করেন তিনি।
বিশ্বের সর্বাধিক রোজগেরে ইউটিউব স্টারদের তালিকায় একাধিক বার উঠেছে কোটিপতি লিলির নাম। ফোর্বসের সেরার তালিকাতেও এসেছেন তিনি।
এ বার উত্তেজক মন্তব্য করে ফের শিরোনামে প্রিয়ঙ্কা চোপড়ার এই প্রিয় বন্ধুটি। এই পোস্টে লিলি আরও বলেন, নিজের এই বৈশিষ্ট্যকে তিনি তাঁর ‘সুপারপাওয়ার’ হিসেবেই দেখছেন।
অতীতেও টুইট করে নিজেকে ‘বাই’ বলেছিলেন লিলি। তা নিয়ে অনেকে ট্রোলও করেন তাঁকে। এ বারের পরিস্থিতি অবশ্য তেমন হয়নি। বরং এলজিবিটিকিউ আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রইল বলেই মনে করা হচ্ছে।
এসএইচ-২৫/২৭/১৯ (বিনোদন ডেস্ক, তথ্য সূত্র : এবেলা)