ফের মা হতে চলেছেন কারিনা!

ফের মা হতে

ফের মা হতে চলেছেন সাইফ-ঘরণী? নেট দুনিয়ায় ভাইরাল হওয়া কারিনা কাপুর খানের একটি ছবি ঘিরে এমনই প্রশ্ন উঠতে চলেছে।

তবে না, এই সন্তান সম্ভবা কারিনা কাপুর খানের ছবিটি তার আগামী ছবি ‘গুড নিউজ’-এর শ্যুটিং সেটের। সম্প্রতি এই ছবির শ্যুটিংয়ে ব্যস্ত বেবো। পাশাপাশি তিনি খুব শীঘ্রই ‘তখত’-এর শ্যুটিংও শুরু করবেন।

প্রসঙ্গত, বিয়ের পর, ও মা হওয়ার পর বি-টাউনের অভিনেত্রীদের এবং সাধারণ মহিলাদের কেরিয়ার শেষ হয়ে যায়, এই ধারনা বদলে দিয়েছেন কারিনা।

এমনকী তিনি মাতৃত্বকালীন সময়েও বসে থাকেননি, সমানে কাজ করে গেছেন। মা হওয়ার পর করিনা অভিনীত ‘বীরে দি ওয়েডিং’ ছবিটিও বক্স অফিসে হিট।

পাশাপাশি মেয়েরা ঠিক কীভাবে জীবন-যাপন করতে চায়, তা নিয়ে ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’ বলে একটি অনলাইন রেডিও শোও করছেন করিনা।

আরএম-০৪/০২/০৩ (বিনোদন ডেস্ক)