‘প্রকৃত নায়ককে’ স্বাগত জানালেন বলিউড তারকারা

বলিউড তারকারা

পাকিস্তানে দুই দিন যুদ্ধবন্দি থাকার পর নিজে দেশে ফেরায় ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে স্বাগত জানিয়েছেন বলিউড তারকারা। এই বায়ুসেনার সাহসিকতায় মুগ্ধ তারকারা বলছেন, অভিনন্দনই তাঁদের দেশের ‘প্রকৃত নায়ক’।

গত বুধবার ভারতীয় দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানায় প্রতিবেশী দেশ পাকিস্তান। ওই দুটি যুদ্ধ বিমানের একটিতে ছিলেন অভিনন্দন বর্তমান। ভারত বলছে, পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেন অভিনন্দন, অবশ্য তাঁর বিমানটিও ভূপাতিত হয় পাকিস্তান অধিকৃত এলাকায়। তবে প্যারাসুটে চেপে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন তিনি। তাঁকে আহত অবস্থায় আটক করে পাকিস্তানি সেনা সদস্যরা। এরপর থেকেই তাঁকে দেশে ফেরানোর তোরজোর চলছিল।

বৃহস্পতিবার পাকিস্তানের প্রধামন্ত্রী ইমরান খান ভারতীয় পাইলটকে মুক্ত করার ঘোষণা দেন। পাকিস্তানের পার্লামেন্টে তিনি বলেন, ‘শান্তি প্রক্রিয়ার পক্ষে শুভেচ্ছাস্বরূপ আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়া হবে।’ তাঁর ফেরার অপেক্ষায় ছিল পুরো ভারত। আটকের পর তাঁর মুক্তির দাবি জানিয়েছিলেন বলিউড তারকারাও।

উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজ দেশের পতাকার ছবি শেয়ার দেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। লেখেন, ‘দেশে ফেরার মতো সেরা অনুভূতি আর হতে পারে না; ভালোবাসা, আশা আর স্বপ্নের জায়গা হলো দেশ। আপনার সাহস আমাদের আরো শক্তিশালী করবে। অসীম কৃতজ্ঞতা।’ হ্যাশট্যাগ দিয়ে তিনি আরো লেখেন, ‘স্বাগত অভিনন্দন।’

অভিনন্দনকে ‘প্রকৃত নায়ক’ সম্বোধন করে ‘সুই ধাগা’ তারকা বরুণ ধাওয়ান লেখেন, ‘স্বাগতম, অভিনন্দনই প্রকৃত নায়ক। মানবতা যে এখনো হারিয়ে যায়নি, তা এই মানুষগুলোর কৃতকর্মেই আশা জাগায়। ভারত মাতার জয় হোক।’

টুইট-বার্তায় সিদ্ধার্থ মালহোত্রা বলেন, ‘স্বাগত অভিনন্দন, আপনিই প্রকৃত নায়ক এবং পুরো জাতি আপনার পাশে রয়েছে; আপনার নিঃস্বার্থ কর্মের জন্য ধন্যবাদ। জয় হিন্দ।’

‘গাল্লি বয়’ তারকা রণবীর সিং টুইটারে লেখেন, ‘ঘরে স্বাগত অভিনন্দন! আপনি পুরো জাতির প্রেরণা। জয় হিন্দ।’

‘আশিক বানায়া আপনে’ খ্যাত ইমরান হাশমি লেখেন, ‘আপনার ফেরার অপেক্ষায় সবাই। আপনার জন্য গর্বিত, স্যার! ভারতের সাহসী সন্তানকে আমার সালাম। স্বাগত অভিনন্দন।’

প্রীতি জিনতা, রিতেশ দেশমুখ, শিল্পা শেঠি, করণ জোহর, এশা গুপ্ত, আনুশকা শর্মা, আলিয়া ভাট, কার্তিক আরিয়ান, আথিয়া শেঠিসহ অনেক বলিউড তারকা সামাজিক মাধ্যমে স্বাগত জানিয়েছেন অভিনন্দনকে।

কাশ্মীরের পুলওয়ামা-কাণ্ডে ভারতীয় আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ জনের বেশি জওয়ানের মৃত্যুর ১২ দিন পর গত মঙ্গলবার ভোরে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসীদের প্রশিক্ষণ ঘাঁটিতে বিমান হামলা চালায় ভারত।

ভারতীয় বিমান হামলার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দেয় পাকিস্তান সরকার। দেশটির দাবি, বদলা হিসেবে দুটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তারা। আটক করে এক ভারতীয় পাইলটকে।

আরএম-১২/০২/০৩ (বিনোদন ডেস্ক)