অসুস্থ হয়ে সিঙ্গাপুরে সোহেল রানা

দেশীয় চলচ্চিত্রের ‘ড্যাশিং হিরো’-খ্যাত নায়ক সোহেল রানা অসুস্থ হয়ে গত ২ মার্চ সিঙ্গাপুরের যান। সেখানে একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তার শারীরিক অবস্থার পরিবর্তন হয়। চিকিৎসা শেষে আগামী ৯ মার্চ ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন তার ছোট ভাই চিত্রনায়ক রুবেল।

রুবেল বলেন,‘শারীরিক অবস্থার পরিবর্তন হওয়ার কারণে ভাইয়া চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যান তিনি। তার শারীরিক অবস্থার পরিবর্তন হয়েছে। তিনি এখন ভালো আছেন। আজ ভাইয়ার আসার কথা থাকলেও তিনি আগামী ৯ মার্চ ঢাকায় ফিরবেন।

মাসুদ রানা, এপার ওপার, গুনাহগার, মিন্টু আমার নাম, হাইজ্যাক, প্রতিহিংসা, চ্যালেঞ্জ, নাগপূর্ণিমা, দুস্ত দুশমন, আসামী হাজির, লালু ভুলু, পেনশন, তিন কন্যা, বীর পুরুষ, বজ্রমুষ্ঠি, কমান্ডার, দাগী, ভুল সবই ভুল, শক্তির লড়াই, ক্ষ্যাপা বাসু, পরাধীন, বিশ্বপ্রেমিক, অজান্তে, হাঙর নদী গ্রেনেডসহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা ১১ জন ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। ১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা একটি গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সোহেল রানা।

এসএইচ-১৭/০৮/১৯ (বিনোদন ডেস্ক)