যেভাবে সিনেমায় চুমুর দৃশ্য শ্যুট হয় (ভিডিও)

সিনেমায় চুম্বন দৃশ্য বা কিস সিন নিয়ে মানুষের মনে সব সময়ই উত্তেজনা দেখা যায়। কে কাকে চুমু খেল কতক্ষণ খেল, এসব নিয়ে চর্চা হতেই থাকে।

বলিউড অভিনেতা ইমরান হাশমি তো সিরিয়াল কিসার হিসেবে বলিউডে খ্যাত। ‌‘রাজা হিন্দুস্থানি’ ছবি যখন রিলিজ করেছিল, তখন সবছেয়ে বেশি চর্চা হয়েছিল কারিশমা ও আমিরের চুমুর দৃশ্য। অনেকে বলা শুরু করেছিল রাজা হিন্দুস্থানি চুমু।

বৃষ্টির মধ্যে প্রায় ৩ মিনিটের একটি চুম্বন দৃশ্য ছিল সেই ছবিতে। তবে আজকাল চুমুটা খুব সহজ হয়ে গেছে মানুষের কাছে।

তবে জানেন কি সব সময় নায়ক নায়িকারা চুমু খান না। পুরোটাই ক্যামেরা ও গ্রাফিক্সের কারসাজি। নায়ক ও নায়িকা চুমু খাওয়ার সময় একে ওপরের সামনেও থাকেন না অনেক সময়। পুরোটাই করা হয় কারসাজি করে।

আগে বেশির ভাগ ছবিতেই এই প্রদ্ধতিতে শ্যুট হত। তবে আজকাল রিয়েল কিস করা হয়। কার‍ণ নায়ক নায়িকারা আগের থেকে বোল্ড হয়েছেন। তবে যদি কোনও নায়িকা আপত্তি করেন চুমু খেতে সে ক্ষেত্রে কারসাজি করে অনায়াসেই চুমুর দৃশ্য শ্যুট করে নেওয়া যায়। বিশ্বাস না হলে নিজেরাই দেখে নিন।

https://youtu.be/SUUU_mftG1E

এসএইচ-১৪/১১/১৯ (বিনোদন ডেস্ক)