অভিনয় ছাড়ছেন আনুশকা?

জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছে তার জিরো সিনেমাটি। এটিই তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। এরপর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দেননি এ অভিনেত্রী।

এদিকে আনুশকার বেশিরভাগ সময় কাটছে স্বামী বিরাট কোহলির সঙ্গে। তাই বলিপাড়ায় কানাঘুষা চলছে—অভিনয় ছাড়ার পরিকল্পনা করছেন আনুশকা। আর বর্তমানে তার প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্মসের ব্যানারে সিনেমা নির্মাণের ব্যাপারে বেশি মনোযোগী তিনি।

তবে এ ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আনুশকার ঘনিষ্ঠ এক সূত্র। তিনি জানিয়েছেন, সামনে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। প্রথমবারের মতো এই আসরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কোহলি। এজন্য মানসিকভাবে বিরাটকে সহযোগিতা করতে সময় দিচ্ছেন আনুশকা। শুধু তাই নয়, ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট চলাকালীন বিরাট যেন বাড়তি কোনো ঝামেলায় না জড়ান এজন্য স্টেডিয়ামে উপস্থিত থাকবেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে সূত্রটি সংবাদমাধ্যমে বলেন, ‘আনুশকা ইংল্যান্ডে গেলে তা বিরাটকে বাড়তি শক্তি জোগাবে। যদিও আনুশকা বিরাটের সঙ্গে নয়, বরং আলাদা স্টেডিয়ামে যাবেন এবং সমর্থন জোগাবেন। সাধারণত, খেলায়াড় টিম বাসে তাদের স্ত্রীরা ভ্রমণ করেন। কিন্তু আনুশকা নিজে গাড়ি ভাড়া করে স্টেডিয়ামে যাওয়ার পরিকল্পনা করেছেন। অবশ্যই তার এই পরিকল্পনার পেছনে মহৎ কোনো উদ্দেশ্য রয়েছে।’

২০১৭ সালের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন বিরাট-আনুশকা। গত বছর ডিসেম্বরে সিডনিতে একসঙ্গে তাদের প্রথম বিবাহবাষির্কী পালন ও ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছেন এ জুটি।

এসএইচ-২২/১১/১৯ (বিনোদন ডেস্ক)