নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধান পদে নিয়োগ পেলেন মনিকা শেরগিল

ভারতীয় উপমহাদেশে নেটফ্লিক্স অরিজিনাল সিরিজের প্রধান পরিচালক কর্মকর্তা হিসেবে মনিকা শেরগিলের নাম ঘোষণা করা হয়। তিনি ভারতের বিনোদন সঞ্চালন শিল্পের একজন সুপরিচিত শীর্ষ নির্বাহী।

ইতোপূর্বে, তিনি ভিয়াকম১৮ ডিজিটাল ভেঞ্চার্সে হেড অব কন্টেন্ট ছিলেন। চলতি সপ্তাহের শুরুতে মনিকা শেরগিলের নিয়োগের বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করে নেটফ্লিক্স। সূত্র : ইকোনমিক টাইমস।

এদিকে ভারতের মতো ক্রমবর্ধমান বাজারে নেটফ্লিক্সের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়া একটি বড় বিষয়। মার্কিন অনলাইন ইন্টারটেইনমেন্ট স্ট্রিমিং কোম্পানিটি ভারতকে তাদের সবচাইতে সম্ভাবনাময় বাজার বলে চিহ্নিত করেছে। যার কারণেই বর্তমানে ভারতীয় দর্শকদের জন্য বিশেষ বিনোদন অনুষ্ঠান ও সিরিজ নাটক নির্মাণে তারা বিনিয়োগের পরিমাণও বৃদ্ধি করেছে।

শেরগিলের নিয়োগের খবর প্রকাশের সময়ও এই বিনিয়োগ নিকট ভবিষ্যতে আরো জোরদার করার কথা জানায় নেটফ্লিক্স। এসময়, উন্নত মান ও বড় বাজেটে ভারতের দর্শক শ্রেণীর জন্য চমকপ্রদ বিনোদন অনুষ্ঠান নির্মাণের প্রতিশ্রুতিও দেয় কোম্পানিটি।

এখন পর্যন্ত ভারতীয় বাজারের জন্য বিশেষভাবে নির্মিত ১১টি অরিজিনাল সিরিজ ও ২২টি অরজিনাল সিনেমা ঘোষণা করেছে নেটফ্লিক্স।

এসএইচ-৩১/০২/১৯ (বিনোদন ডেস্ক)