পপি-কামুর পাল্টাপাল্টি মামলার হুমকি

ঈদুল ফিতরে সান বিডিটিউব নামের একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে কবি ও নির্মাতা কামরুজ্জামান কামুর স্বল্প বাজেটের চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’। মুক্তির পর থেকে সিনেমাটির বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন চিত্রনায়িকা পপি।

জানা গেছে ২০১৩ সালে ‘দি ডিরেক্টর’ নির্মাণ কাজ শেষ হলেও দীর্ঘদিন ছাড়পত্রের প্রত্যাশায় সেন্সর বোর্ডের টেবিলে চক্কর খাচ্ছিল সিনেমাটি। ছাড়পত্র পাওয়ার পরিবর্তে সে সময় ছবিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মুক্তি আটকে দেয়া হয়। ছাড়পত্র পাওয়ার পর একাধিক অভিযোগ এনে ছবিটির মুক্তি আটকে দেওয়া হয়।

সিনেমার মুক্তির জন্য রাজপথে দীর্ঘ আন্দোলন করেছিলেন কামুসহ মুক্তমনের শিল্পচর্চায় আগ্রহী মানুষরাও। এরই প্রেক্ষিতে ২০১৫ সালে সেন্সর পায় ‘দি ডিরেক্টর’। মুক্তির ছাড়পত্র পেলেও উপযুক্ত স্পন্সর না পেয়ে আবারও ঝুলে পড়ে ‘দি ডিরেক্টর’ মুক্তি। এরপর অনেক দিন ধরেই মুক্তির চেষ্টা চালানো হলেও ব্যর্থ হয়ে ইউটিউবে মুক্তি দেন নির্মাতা।

সিনেমাটি নিয়ে ইতোমধ্যে বিতর্ক সৃষ্টি করেছেন ‘দি ডিরেক্টর’-এর নায়িকা পপি। সিনেমাটি মুক্তির ঘোষণা দেওয়ার সময় থেকে বিতর্ক তৈরি করছেন তিনি। তিনি বিভিন্ন গণমাধ্যমে বলেন, একটা টেলিফিল্ম কীভাবে চলচ্চিত্র হয়? আমি জানতাম কামু ভাই টেলিফিল্ম নির্মাণ করছেন। আর সেই অনুযায়ী আমাকে আমার পারিশ্রমিক দেওয়া হয়েছে। যদি এটা সিনেমাই হয়, তা হলে তো আমার পারিশ্রমিক দেওয়ার কথা চলচ্চিত্রের। তা হলে আমাকে কেন ঠকানো হলো?

সম্প্রতি সিনেমাটির নির্মাতাকেও হুমকি দিয়েছেন পপি। নির্মাতার বিরুদ্ধে মামলা করবেন বলেও হুমকি দিয়েছেন এ অভিনেত্রী। বিষয়ে পপি বলেন, আমি অবশ্যই আইনি লড়ব। যে কেউ এসে আমাকে মিস ইউজ করে আমার দর্শকদের ঠকাবে, এটা আমি কখনই মেনে নেব না। আমি যদি সিনেমার প্রধান চরিত্রই হতাম তা হলে মাত্র দুদিন কেন শুটিং করানো হলো আমাকে দিয়ে? আমি জানি না বিশ্বের কোথাও কোনো সিনেমায় একজন মেইন আর্টিস্ট মাত্র দুদিন শুটিং করে কিনা!

এদিকে পপির মামলার প্রসঙ্গে জানতে চাইলে ‘দি ডিরেক্টর’ সিনেমার আলোচিত পরিচালক কামরুজ্জামান কামু জানান, আগে মামলা করুক তারপর বিষয়টি নিয়ে কথা বলবো। যদি পপি মামলা করে তাহলে আমিও পাল্টা মানহানির মামলা করবো।

‘দি ডিরেক্টর’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।

এসএইচ-১৯/১৭/১৯ (বিনোদন ডেস্ক)