গুজবে কান না দিতে বললেন তারকারা

গুজবে কান

আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। সেটা নানা কারণেই। এই আতঙ্ক ছড়ানোর মূলে রয়েছে নানা ধরনের গুজব। ফেসবুকের মাধ্যমে সেই গুজবে কান দিয়ে ঘটে যাচ্ছে অপরাধ। তাই ন যে কোনও গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এগিয়ে এলেন শোবিজ পাড়ার তারকারা।

গুজবের বিরুদ্ধে সচেতন করার জন্য নিজেদের উদ্যোগে তারকারা প্রকাশ করলেন ভিডিওবার্তা। পান্থ শাহরিয়ারের চিত্রনাট্যে ভিডিওটি নির্মাণ করেছেন পিকলু চৌধুরী।

যাতে অংশ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ,তারিক আনাম,শতাব্দী ওয়াদুদ, হিল্লোল, এফ এস নাঈম, নাদিয়া, নওশীন,সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আবৃত্তিকার শিমুল মোস্তফা, মাসুদুজ্জামান এবং সঙ্গীতশিল্পী তাহসান খঅন, বেলাল খান ও সিঁথি সাহা।

সচেতনামূলক এই ভিডিওটি নিয়ে নির্মাতা পিকলু চৌধুরী বলেন, ‘ গুজবে কান দিয়ে কী রকম ক্ষতি হচ্ছে সেটা আমরা সবাই জানি। তাই সমাজিক দায়বদ্ধতা থেকে এই ভিডিওটি তৈরি করা। কারণ সবাই মিলে যে কোনও গুজব প্রতিরোধ জরুরি। ভিডিওটিতে যারা অংশ নিয়েছেন তাদরে সবার কাছে কৃতজ্ঞ আমি।

২৩ জুলাই থেকে ভিডিও বার্তাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়।

https://youtu.be/aGY_yrhT8lQ

আরএম-১০/২৪/০৭ (বিনোদন ডেস্ক)