নুসরাত ফারিয়াকলকাতার ছবি ‘বিবাহ অভিযান’। কিন্তু বাংলাদেশের দর্শকের কাছে বাড়তি পাওনা, ছবিতে আছেন দেশের মেয়ে নুসরাত ফারিয়া।
আর যে কারণে আজ (২৬ জুলাই) থেকে সারাদেশের ৫৩টি প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অঙ্কুশ। ছবিটি পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত।
নুসরাত ফারিয়া বলেন, ‘ছবিটি কলকাতায় বেশ ভালো চলছে। ওখানকার দর্শকরা তো দেখলেন এটি। এবার আমাদের দেশের মানুষদের দেখার পালা।’
অন্যদিকে অঙ্কুশ জানান, ছবিটি ইতোমধ্যে ভারতে মুক্তি পেয়েছে। অনেক দিন পর বাংলা ছবির দর্শকরা এমন ছবি উপভোগ করছেন বলে মনে করেন তিনি।
‘বিবাহ অভিযান’ ছবিতে দুই বন্ধু অনুপম ও রজতের চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরা ও রুদ্রনীল ঘোষকে। আর এই দুই বন্ধুর বউ রাই ও মায়ার ভূমিকায় দেখা যাবে নুসরাত ফারিয়া ও সোহিনী সরকারকে। বুলেট সিং ও মালতীর চরিত্রে আছেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার।
আরএম-০৭/২৬/০৭ (বিনোদন ডেস্ক)