আবার একসঙ্গে জিৎ ও আবির। এর আগে নীরজ পান্ডের ছবি ‘দ্য রয়্যাল বেঙ্গল টাইগার’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন এই দুই অভিনেতা।
শুধু তাই নয়, এবার ফের জিৎ-এর সঙ্গে অভিনয় করবেন সদ্য সাংসদ হওয়া নুসরত জাহান। এর আগে জিৎ-এর বিপরীতে নুসরত অভিনয় করেছিলেন ‘শত্রু’ ও ‘পাওয়ার’ ছবিতে। এবং এই তিন অভিনেতা-অভিনেত্রীকে এক ছবিতে নিয়ে আসছেন পরিচালক পাভেল। ছবির নাম ‘অসুর’।
‘অসুর’ মানেই তো এক দানবীয় শক্তি। কিন্তু পরিচালক পাভেল জানালেন আসলে অসুর শব্দের অর্থ অসীম শক্তিধর। জানালেন, এই ছবি বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য।
কাজেই ছবির পুরোটা জুড়েই থাকবে ভাস্কর্য ও চিত্রকলা। এবং সেই ভাস্কর্য ও চিত্রকলাকে যাতে অভিনেতারা স্বচ্ছন্দভাবে ছবিতে উপস্থাপিত করতে পারেন তার জন্যে চলছে কর্মশালাও। ছবির আর্ট ডিরেকশনে আছেন আনন্দ আঢ্য।
ছবির গল্প তিন বন্ধুকে নিয়ে। যারা কলেজ জীবন থেকেই বন্ধু। এই তিন চরিত্রে অভিনয় করবেন জিৎ (কিগান), আবির (বোধি) ও নুসরত (অদিতি)। কিগান এই ছবিতে ভাস্কর্য ও চিত্রকলার ছাত্র। অদিতিও ফাইন আর্টসের ছাত্রী। আর বোধি পড়াশোনা করেছে ইংরেজি সাহিত্য নিয়ে। এবং এই সময়েই শুরু হয় ছবির গল্প। এই ছবির শুটিং শুরু হবে আগস্টে।
এসএইচ-০৩/২৯/১৯ (বিনোদন ডেস্ক)