প্রিয়াঙ্কা চোপড়ার পোশাক নিয়ে হইচইয়ের মধ্যেই ফের এমন পোশাক পরলেন আরও এক অভিনেত্রী। গ্র্যামি অ্যাওয়ার্ডের সন্ধ্যায় বুক খোলা পোশাক পরে সকলকে অবাক করেছিলেন প্রিয়াঙ্কা।
একইভাবে ফিল্মফেয়ারের এক অনুষ্ঠানে এমন পোশাক পরলেন অভিনেত্রী নুাসরত বারুচা যে পোশাক আর একটু সরলেই দেখা যেতো শরীরের আপত্তিকর অংশ।
ফিল্মফেয়ার কার্টেন রেজারের সন্ধ্যায় নুসরাত পোশাক নিয়ে শুরু হল শোরগোল। সবুজ রঙের সিল্কের ড্রেস শরীর ছাড়িয়ে মাটিতে গড়িয়েছে বহুদূর।
ওফ শোল্ডার ড্রেসে তার শরীর অনেকটাই উন্মুক্ত। তবে যেটা বিশেষভাবে নজর কাড়ল, তা হল নায়িকার ড্রেসের স্লিট। সাধারণত ড্রেসের নিচের দিকে চেরা থাকে। কিন্তু সেটা যে এতো পর্যন্ত হবে, তা কে ভেবেছিল। এর পিছনেও একটা কারণ রয়েছে।
নুসরাতের কোটিদেশে রয়েছে ট্যাটু। খুব সুন্দর পাতার মতো ডিজাইনের ট্যাটু আঁকিয়েছেন নায়িকা। তবে এমন জায়গায় রয়েছে ট্যাটু যে বিকিনি বা কোনও ডিপকাট পোশাক না পরলে সেটি দেখা যাবে না।
ট্যাটু শো অফ করতেই এমন ডিজাইন করা পোশাক পরলেন নুসরাত। এবং কায়দা করে সেটিকে আটকালেন দু’টি লেদার স্ট্যাপ দিয়ে। ফলে সেখানেই আরও নজর পড়ল সকলের।
এসএইচ-১৮/০৪/২০ (বিনোদন ডেস্ক)