রশমির উপর কালা জাদু করেছেন আরহান!

বিগ বস মানে বিতর্কের আঁতুড়ঘর। আর এবারের সিজনে জনপ্রিয়তা এবং বিতর্ক দুই নিরিখেই রয়েছে রোজ নতুন রকমের চমক। এই বিগ বসের ঘরে নাকি ভূত আছে এমন দাবিও করেছেন সদস্যরা। এমনকি বিগবসের ঘরে নাকি কালা জাদু পর্যন্ত হয়েছে। আর এই দাবি করেছেন বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।

বিগ বস এর জনপ্রিয় সদস্য রশমি দেসাই এর উপরে নাকি তারি বয়ফ্রেন্ড আরহান খান কালা জাদু করেছেন। এমনই দাবি দেবলীনার। তিনি বলছেন, আরহান যেভাবে রশমিকে অনৈতিকভাবে নিজের সুবিধার জন্য ব্যবহার করছেন এবং রশমিও মেনে নিচ্ছেন তাতে স্পষ্ট আরহান নিশ্চয়ই কালা জাদু করেছেন।

বিগ বসের ঘরে প্রকাশ্যে আসে যে আরহানের আগেও একটি বিয়ে হয়েছিল এবং তার এক সন্তানও রয়েছে। কিন্তু রশমির থেকে এই তথ্য সম্পূর্ণ লুকিয়ে গিয়েছিলেন আরহান। শোয়ের হোস্ট সলমন খান এই সত্য প্রকাশ্যে আনেন। এত বড় সত্যি লুকনোর জন্য বিগবসের অন্যান্য সদস্যরা আরহানের নিন্দা করেছিলেন।

কিন্তু রশমি তাও আরহানের সঙ্গ ছাড়েন নি বিগ বসের ঘরে। এমনকি রশমির কাছের মানুষেরা বারণ করলেও তিনি আরহানের সঙ্গে থেকে গিয়েছেন। এইজন্যই রশমির খুব কাছের বন্ধু দেবলীনা বলছেন আরহান তার উপরে কালা জাদু করেছেন।

দেবলীনার দাবি, রশমি খুবই জনপ্রিয়। আর তার সেই নাম যশ খ্যাতিকেই কাজে লাগাচ্ছেন আরহান খান। কিন্তু রশমির চোখে অন্ধ বিশ্বাসের ঠুলি রয়েছে। সত্যি সামনে আসার পরেও তাই তিনি আরহানের প্রতি সদয় থাকছেন। যদিও সম্প্রতি রশমি দেসাই বলেছেন, এই ব্যক্তিগত সমস্যা নিয়ে তিনি বিগ বসের ঘরে কথা বাড়াতে চান না। আর হানির সঙ্গে বোঝাপড়া তাই তিনি বিগবসের ঘরের বাইরে গিয়েই করবেন বলেছেন। মঙ্গলবার মিডিয়ার সামনে রস্মি যদিও বলেন, “এই সম্পর্কের কোনও ভবিষ্যৎ নেই। এটা শেষ হয়ে গিয়েছে। বাকিটা যা হবার বিগবসের ঘরের বাইরেই হবে।”

প্রসঙ্গত, বিগ বসের ইতিহাসে এবারের সিজন সবচেয়ে বেশি জনপ্রিয়। গত সপ্তাহে ঘর থেকে বেরিয়ে গিয়েছেন বিশাল। এই মুহূর্তে বিগ বসের ঘরে রয়েছেন রশমি দেসাই, সিদ্ধার্থ শুক্লা, শেহনাজ গিল, পরস ছাবড়া, মাহিরা শর্মা, আসিম রিয়াজ, ও আরতি।

এসএইচ-১৯/০৭/২০ (বিনোদন ডেস্ক)