গত বৃহস্পতিবার রাত থেকে অভিনেত্রী তানিন সুবহার বেশ কিছু অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহুর্তেই ভাইরাল হয়ে যায় ছবি গুলো।
এসব ছবির বিষয়ে জানতে তানিন সুবহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, আমাকে বদনাম করার জন্য এমনটা করা হচ্ছে। এ ছবিগুলো তিন-চার বছর আগের। কিন্তু একটি গ্রুপ কিছুদিন ধরেই আমাকে ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে আসছে। কিন্তু আমি আর তাদের এসব বিষয় সহ্য করতে পারিনি। আর এ কারণেই তারা ছবিগুলো প্রকাশ করেছে। কারো ব্যক্তিগত ছবি এভাবে প্রকাশ একটি অপরাধ।
প্রয়োজনে আমি আইনের আশ্রয় নেবো এর বিরুদ্ধে। এদিকে তানিন সুবহাকে নিয়ে এমন বিতর্ক এই প্রথম নয়। বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক হয় ২০১৫ সালে।
আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ সহ আরো কিছু খ- নাটকে অভিনয় করেছেন তিনি। এরপর চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিনের। ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তিনি।
আরএম-০১/০১/০৩ (বিনোদন ডেস্ক)