প্রেক্ষাগৃহে শাকিব খান-নুসরাত ফারিয়ার ‘শাহেনশাহ’

প্রেক্ষাগৃহে

অবশেষে মুক্তি পেল শাকিব খান ও নুসরাত ফারিয়ার ‘শাহেনশাহ’। আজ দেশের ৭৭টি প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শন শুরু হয়েছে।

শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন ফারিয়া। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন নবাগত অভিনেত্রী রোদেলা জান্নাত।

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটিতে শাকিব-ফারিয়া ছাড়া আরও অভিনয় করেছেন- মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ।

প্রথমে গত বছরের মার্চে ‘শাহেনশাহ’ মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। এরপর আরও বেশ কয়েকবার মুক্তির ঘোষণা আসে। তবে শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এবার সেই অপেক্ষার পালা শেষ। আজ সিনেমা হলে শাকিব-ফারিয়ার রসায়ন দেখবে দর্শক।

এদিকে ‘শাহেনশাহ’র মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া।

এক প্রতিক্রিয়া নায়িকা বলেন, ‘অবশেষে সিনেমাটি মুক্তি পেল। বেশ ভালো লাগছে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা ছিল সব সময়। শুটিং-এ কঠোর পরিশ্রম করতে হয়েছে। এখন দর্শক সিনেমাটি পছন্দ করলেই আনন্দিত হব।’

উল্লেখ্য, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ‘শাহেনশাহ’র মহরত অনুষ্ঠিত হয়। এরপর ওই বছরই শেষ হয় সিনেমাটির কাজ।

আরএম-০২/০৬/০৩ (বিনোদন ডেস্ক)