সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের দুই বছর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা।
বিচ্ছেদের পর মেয়ে আইরাকে নিজের কাছেই রাখেন মিথিলা।
এখন অনেকেরই প্রশ্ন- আইরা বড় হচ্ছে। তার ভবিষ্যৎ কী হবে? কার কাছে থাকবে সে– বাবা না মায়ের কাছে?
অবশ্য মিথিলা এসব প্রশ্নের উত্তর দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে ওয়েব সিরিজ ‘একাত্তর’ এর ট্রেলার প্রকাশের দিন তিনি জানালেন, বাবা- মা উভয়ের কাছেই থাকবে আইরা।
মিথিলা আরও বলেন, ‘আইরা এখন ছোট। আমি চাইব ওর মতো করেই ও বড় হবে। বড় হয়ে যেটা হতে চায় সেটিই হবে। মা হিসেবে আমার পক্ষ থেকে শতভাগ সমর্থন থাকবে।’
প্রসঙ্গত দীর্ঘ ১১ বছর মিথিলার সঙ্গে সংসারের পর ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন তাহসান-মিথিলা জুটি।
এর পর ২০১৯ সালের ৬ ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।
সৃজিতকে বিয়ের আগে অবশ্য নাট্যনির্মাতা ফাহমির সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।
আরএম-১০/০৬/০৩ (বিনোদন ডেস্ক)