লঞ্চে আটকা থাকার পর ঢাকায় ফিরছেন সিয়াম-পরীরা

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সব ধরনের শুটিং স্থগিত রাখার নির্দেশ দেন চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলো। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করেই চলছিল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং। নৌ-পরিবহন চলাচল বন্ধ হয়ে গেলে সুন্দরবনে শুটিংয়ে ব্যস্ত থাকা এ ছবির ইউনিট বিপাকে পড়ে। অবশেষে ঢাকায় ফিরছে ছবির ইউনিট।

আবু রায়হান জুয়েল পরিচালিত এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম আহমেদ, পরীমনি ও তানভীর। তারা ছাড়াও ছবিটির টিমে রয়েছে ২৫ জন শিশুশিল্পীসহ মোট ১২০ জন।

করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ শুটিং বন্ধ করে ঢাকায় রওনা দিলে খুলনার স্থানীয় প্রশাসন থামিয়ে তাদের বহনকারী লঞ্চটি। এরপর টানা সপ্তাহখানেক লঞ্চে ভাসমান অবস্থায় ছিলেন তারা।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শুক্রবার রাত ১১টায় লঞ্চ ছেড়ে এসেছি। রোববার সকালে ঢাকায় এসে পৌঁছাবো। এমনিতেই ২০দিন লঞ্চে ছিলাম। তারপরও ঢাকায় ফিরে আরো ১৪দিন টিমের সবাই বাসায় থাকবো।

গত ১৪ মার্চ ঢাকার সদরঘাট থেকে এ ছবির শুটিং শুরু হয়। এরইমধ্যে ছবিটির ৬০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি। লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে এগিয়ে যাবে ছবির গল্প।