গভীর রাতে পলাশের সতর্কতামূলক পোস্ট, ফেসবুকে হৈচৈ

রাত তখন ৩টার বেশি। হঠাৎ জিয়াউল হক পলাশের একটা বার্তা চোখে পড়লো। নজর রাখতেই দেখা মিলল একটি এনাউন্সমেন্ট।

যার পুরোটা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

“সতর্কতামূলক পোস্ট”-এই হেডিং দিয়ে সঙ্গে একটা ইনস্টাগ্রাম আইডি। এরপর পলাশ বলেন, ‘এই ফেইক Instragram ID দ্বারা যারা যারা বিব্রত হয়েছেন, তাদের সবার কাছে অনুরোধ থাকবে, আইডিটা’তে রিপোর্ট করুন। এই আইডিটি আমার নয়। কেউ এই ফেইক আইডি’র মাধ্যেমে প্রতারিত হবেন না।

অনেকেই আমাকে স্ক্রিনসট দিয়েছেন, যাদের কে এই আইডি’র মাধ্যমে অশালীন টেক্সট করা হয়েছে। সবাই এই ফেইক আইডি’টি থেকে সাবধান।

পরবর্তীতে আমার নামে কেউ যদি কোন প্রকার ফেইক আইডি ব্যাবহার করে মানুষকে বিরক্ত করে, তাহলে তার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যাবস্থা নিবো।

আমার অফিসিয়াল ইন্সটাগ্রাম আইডি লিংক প্রথম কমেন্টে দেয়া হলো।’

কতটা ঝামেলায় পড়লে এমন পোস্ট, তাও আবার এত রাতে। আসলে যারা এই ফেইক আইডি খুলে বিভ্রান্তি সৃষ্টি করেন, তাদের কানে হয়তো এমন বার্তা পৌঁছে যাবে, তাতে যদি কাজে আসে। পলাশও মনেপ্রাণে চান তার সাথে আর এমনটা হবে না।

প্রসঙ্গত, পলাশ একে একে অভিনয় করেছেন- ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘এক্স গার্লফ্রেন্ড’, ‘ব্যাচেলর ঈদ’, ‘ব্যাচেলর ট্রিপ’, ‘মি অ্যান্ড ইউ’, ‘ইনকমপ্লিট’, ‘মুঠোফোন’সহ অসংখ্য নাটকে।

পরিচালনা করেছেন ‘ফ্রেন্ড উইথ বেনিফিট’ ও ‘সারপ্রাইজ’। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা চরিত্রে অভিনয় করে।