করোনায় অর্থ যোগাড় করতে মানসীর ছবি নিলামে

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পরে ২০১৭ সালে ভারতে বিশ্ব সুন্দরীরর খেতার অর্জন করেন মানসী ছিল্লার। তবে বিশ্বসুন্দরীর খেতাব জয়ের পরে এখনো বলিউডের অভিষেক হয়নি তার।

এদিকে, মডেলিংয়ের পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও বেশ সুনাম রয়েছে তার। এবার তার একটি পেইন্টিং নিলামে তুলছেন ২৩ বছর বয়সী এই তারকা।

একটি বেসরকারি সাহায্য সংস্থা ‘স্মাইল’-এর মাধ্যমে তিনি তার পেইন্টিংটি নিলামে তুলছেন। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করবেন এই করোনাকালীন ফ্রন্টলাইন কর্মীদের সুরক্ষা কিটের জন্য।

ভারতীয় গণমাধ্যমকে মানসী জানান, দেশের এ ক্রান্তিলগ্নে অনেক অর্থ প্রয়োজন আমাদের। যদি সে প্রয়োজনীয় অর্থের কিছুটা হলেও যোগাড় করে দিতে পারি তাহলে আমার মন কিছুটা হলেও স্বস্তি পাবে। মূলত করোনার এই ক্রান্তিকালে আমিও আমার সাধ্যমতো চেষ্টা করতে চাই; সবার পাশে থাকতে চাই।