অমিতাভের বাড়ির বাইরে পুলিশ মোতায়েন

বাড়তে শুরু করেছে পেট্রোলের দাম। অথচ ‌‘হিরোরা’ কোনো কথা বলছেন না। অমিতাভ বচ্চন কিংবা অক্ষয় কুমাররা বড় পর্দার হিরো হলেও, মানুষের সুবিধা-অসুবিধা নিয়ে কোনো কথা বলেন না।

অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারের বিরুদ্ধে এভাবেই সুর চড়ান মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পাটোলে।

শনিবার নানা পাটোলে বলেন, ‘সাধারণ মানুষের ইস্যু নিয়ে কথা বলছেন না অক্ষয় কুমার, অমিতাভ বচ্চনরা।’

মহারাষ্ট্রের কংগ্রেস নেতার ওই মন্তব্যের পরই বিগ বি-র বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। মুম্বাইতে অমিতাভের বাড়ির সামনে পাহারা দিতে শুরু করে পুলিশ। যে খবর প্রকাশ্যে উঠে আসতেই শোরগোল শুরু হয়ে যায়।

মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পাটোলে আরও বলেন, ‘বিগ বি, আক্কিরা সাধারণ মানুষের ইস্যু নিয়ে কথা বলতে যখন ব্যর্থ, তখন তাদের সিনেমা যেখানে মুক্তি পাবে, সেখানে গিয়ে কালো পতাকা দেখানো হবে।’

কংগ্রেস নেতার ওই মন্তব্যের পর থেকেই জল্পনা শুরু হয়। যদিও অমিতাভ বচ্চন কিংবা অক্ষয় কুমারের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

এসএইচ-২২/২২/২১ (বিনোদন ডেস্ক)