স্পেনের অচেনা অজানা জায়গায় বলিউড তারকা শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন! কিন্তু কেন?
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, ইউরোপের দেশ স্পেনে ‘পাঠান’ সিনেমার একটি গানের শুটিং করবেন শাহরুখ-দীপিকা। তবে সবকিছু যাতে ফাঁস না হয়ে যায় তাই বিষয়গুলো পুরোপুরি গোপন রাখা হয়েছে।
জানা গেছে, ছবিটির গুরুত্বপূর্ণ কিছু অংশের শুট করা হবে স্পেনে। নানা সিকোয়েন্স ফ্রেমবন্দি করা হবে স্পেনের অলিগলিতে। এর পাশাপাশি ছবির একটি গান শুট করা হবে ওই দেশের কিছু অচেনা অজানা জায়গায়। যেখানে এর আগে কোনো হিন্দি ছবির শুটিং হয়নি।
অবশ্য আগেও তার ছবির মধ্যে দিয়ে নানা অচেনা-অজানা জায়গা তুলে ধরেছেন প্রযোজক আদিত্য চোপড়া। এবারও সেরকমই কিছু জায়গা উঠে আসবে পাঠান ছবিতে। ইতোমধ্যেই স্পেন সরকারের কাছ থেকে সেই সব জায়গায় শুটিংয়ের অনুমতিও নিয়ে নিয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দ ও তার দল।
বলিউড সিনেমাকে আরও বড় করে পরিচিত দিতে স্পেনের এক জায়গায় শুটিং করবেন পরিচালক সিড আনন্দ এবং প্রযোজক আদিত্য চোপড়া। কোনোভাবে ওই শুটিংয়ের অংশ যাতে বাইরে আসতে না পারে, তার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
জানা গেছে, এর আগে বলিউডের কোনো ছবির গানের দৃশ্য স্পেনে শুট করা হয়নি। পাঠান দেখে দর্শক যাতে মুখ ফেরাতে না পারেন, সে বিষয়ে সবদিক থেকে চেষ্টা চালানো হচ্ছে।
যশরাজ ফিল্মসের ব্যানারে পাঠানের শুটিং করতে গিয়ে মাঝে মধ্যেই শাহরুখ খানের লুক সামনে এসেছে। তবে দীপিকার লুক এখনও প্রকাশ্যে আসেনি। ২০১৮ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শাহরুখের ছবি জিরো। কিন্তু সিনেমাটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে।
অন্যদিকে ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেসের পর এবার ফের শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ব্লক বাস্টার দেবেন দীপিকা পাড়ুকোন। এমনই মনে করছেন অনুরাগীরা। দীপিকার পাশাপাশি এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম।
এসএইচ-০৮/২৮/২১ (বিনোদন ডেস্ক)