পরীমনির জামিনের খবরের পর থেকে সকাল থেকেই ঢাকার বনানীর লেকভিউয়ের ওই বাড়ির সামনে তার অনেক ভক্ত-অনুরাগী ও সাংবাদিক ভিড় করেন। সকাল থেকেই পরীমনির বাড়ির মূল ফটক তালাবন্দি করে ভেতর থেকে পলিথিন টাঙিয়ে দেওয়া হয়। এছাড়া গণমাধ্যমকর্মীরা বাড়ির ভেতরের ছবি তোলার চেষ্টা করলে মূল ফটকে নীল রঙের পলিথিন ঝুলিয়ে দেওয়া হয়।
জানতে চাইলে পরীমনির বাড়ির কেয়ারটেকার মিজান একটি গণমাধ্যমকে বলেন, ফ্ল্যাট মালিকদের নির্দেশে মূল গেটে পলিথিন ঝুলানো হয়েছে। নিচতলায় ফ্ল্যাট মালিকদের ব্যক্তিগত গাড়ি পার্কিং রয়েছে। সেসব গাড়ির ছবি যাতে না আসে এই কারণে মালিকদের নির্দেশে তিনি পলিথিন ঝুলিয়েছেন।
গ্রেপ্তার থেকে জামিনের এই সময়ে পুলিশ, সাংবাদিক ও ভক্ত-অনুরাগীদের ভিড়ে অতিষ্ঠ চিত্রনায়িকা পরীমনির বনানীর লেকভিউয়ের ফ্ল্যাটের মালিকরা। এ বিষয়ে পরীমনির ফ্ল্যাটের মালিককে অভিযোগ জানিয়েছেন পাশের ফ্ল্যাটের লোকজন।
পরীমনির পাশের ফ্ল্যাটের আরেক বাসিন্দা জানান, ‘৬ তলায় পরীমনি একাই ভাড়া থাকেন। অন্যগুলোতে ফ্ল্যাট মালিকরা নিজেদের পরিবার নিয়ে থাকেন। বর্তমানে পরীমনির কারণে অন্যদের নানা রকম প্রশ্ন ও স্বজনদের কাছে জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে। বাচ্চারাও এসব নিয়ে বিরক্ত। একটি পরিবারের জন্য এ বাড়ির সুনাম নষ্ট হতে বসেছে। এটি আসলে মেনে নেয়া যায় না। এই এলাকাটি ভদ্রলোকের জন্য।’
তিনি বলেন, ‘রোজ রোজ পুলিশ, সাংবাদিক। এসব দেখতে অভ্যস্ত নয় তারা। এতে করে আমরা বিব্রত। এসব বিষয় বিবেচনা করে পরীমণির ফ্ল্যাটের মালিককে অভিযোগ জানানো হয়েছে। দ্রুত যেন ব্যবস্থা নেন তিনি।’
উচ্চ আদালতের হস্তক্ষেপে মঙ্গলবার পরীমনির জামিন শুনানির দিন ধার্য করা হয়। শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীমনির আইনজীবীরা। আদালত প্রাঙ্গণে পরীমনির আইনজীবী মো. মুজিবুর রহমান বলেন, ’আপাতত পরীমনির মুক্তিতে আর কোনো বাধা নেই। আমরা আমাদের আইনি পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করব আজকেই তাকে জেলহাজত থেকে মুক্ত করার।’
কিন্তু গতকাল সময়মতো আদেশের কপি কারাগারে না যাওয়ায় পরীমনিকে মুক্ত করতে পারেনি কারা কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে যেতে হয়। আদালত থেকে নথিপত্র নিয়ে রওনা হলেও সময়মতো পৌঁছাতে পারেনি। তাই বুধবার সকালে মুক্ত হয়েছেন পরীমনি।
এসএইচ-০১/০২/২১ (বিনোদন ডেস্ক)