বিয়ের ‘হ্যাট্রিক’ যেসব তারকাদের

বিয়ের

শোবিজের তারকাদের নিয়ে তাদের ভক্তদের আগ্রহের কোন কমতি নেই। বিশেষ করে আগ্রহ দেখা যায় তাদের প্রেম-বিয়ে ও সংসার নিয়ে। এইতো কয়েকদিন আগেই তৃতীয় বিয়ে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। অভিনেতার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই গায়িকা ন্যান্সিরও বিয়ের খবর প্রকাশ পায়।

এসব বিষয় তারকাদের একান্তই ব্যক্তিগত হলেও পাবলিক ফিগার হওয়ায় সেসব খবর আর ব্যক্তিগত থাকছে না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে তারকাদের একাধিক বিয়ে নিয়ে। একাধিক বিয়ে করেছেন এমন তারকার সংখ্যা অনেক। দেখে নেয়া যাক তৃতীয় বিয়ে করেছেন এমন তারকাদের।

শমী কায়সার

নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি তারকা শমী কায়সার। তার বর্তমান বরের নাম রেজা আমিন সুমন। তিনি একজন ব্যবসায়ী। গেল বছরের অক্টোবরে তিনি তৃতীয় বিয়ে করেন। এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়। এরপর শমী বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।

অপূর্ব

২ সেপ্টেম্বর পারিবারিকভাবে আমেরিকা প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। সে বিয়ে ভেঙে গেছে গেল বছর।

ন্যান্সি

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যান্সি পরবর্তীতে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন। সে সংসারেও বিচ্ছেদ হয়ে গেছে। নতুন করে তিনি তৃতীয় বিয়ে করেছেন অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার এবং গীতিকবি মহসীন মেহেদীকে।

হাবিব ওয়াহিদ

জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদও তৃতীয় বিয়ে করেছন। সে সংসারে সন্তানের বাবাও হয়েছেন তিনি। চলতি বছরের ১২ জানুয়ারি আফসানা চৌধুরী শিপাকে তিনি বিয়ে করেন। এটি তার তৃতীয় বিয়ে। এর আগে পপস্টার ফেরদৌস ওয়াহিদের পুত্র হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়নাকে। সে বিয়ে বেশিদিন টেকেনি। এরপর হাবিব ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।

অপি করিম

২০১৬ সালের ৭ জুলাই নির্মাতা এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন নন্দিত অভিনেত্রী অপি করিম। এটি ছিলো তার তৃতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালের ২৭ অক্টোবর পারিবারিক পছন্দে অপির বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০১১ সালে তিনি বিয়ে করেন নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জলকে। সেই সংসার ভেঙে গেলে নির্ঝরকে বিয়ে করেন তিনি।

বর্তমানে এক কন্যা নিয়ে নির্ঝর-অপির সুখের সংসার চলছে।

পরীমনি

একাধিক প্রেম ও বিয়ে নিয়ে সবসময়ই আলোচিত নাম চিত্রনায়িকা পরীমনি। সর্বশেষ তিনি ২০২০ সালের ৯ মার্চ রাতে অভিনেত্রী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজি ডেকে তার সহকারী কামরুজ্জামান রনিকে মাত্র তিন টাকা দেনমোহরে বিয়ে করেন। কিন্তু সে বিয়ে মাত্র ৫ মাসের মাথায় ভেঙে যায়। এর আগে তিনি বাগদান সেরেছিলেন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে। দীর্ঘদিন প্রেম ও লিভ টুগেদারের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার আগেই তামিমের সঙ্গে বিচ্ছেদ ঘটে তার।

তবে তারও আগে আরো দুটি বিয়ে করেছিলেন পরীমনি। গণমাধ্যমে এমন তথ্যই প্রকাশ হয়েছে নানা সময়ে। ২০১৬ সালের ৩১ জানুয়ারি সকালে একটি ফেসবুক আইডি থেকে কিছু ছবি শেয়ার দিয়ে দাবি করা হয়, পরীমনি ইসমাইল নামের একজনের স্ত্রী। কিছুদিন পরেই ফেসবুকে পাওয়া যায় সৌরভ কবীর নামের আরো একজনের সঙ্গে তার বিয়ের কাবিননামা এবং কিছু ঘনিষ্ঠ ছবি। ছবিতে অভিষেক হওয়ার ঠিক আগের দুই বছর অর্থাৎ নাটকে অভিনয় করার সময় সেতু নামের এক ফটোগ্রাফারের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তারা দুই বছর সংসারও করেছিলেন। তবে এসব নিয়ে পরীমনি কখনোই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।