হলিউডের প্রযুক্তি থাকছে ‘মুক্তি’ সিনেমায়

মুক্তি’ শিরোনামের একটি সিনেমার নির্মাণ করছেন ইফতেখার চৌধুরী। এটিকে স্ল্যাশার সিনেমা বলছেন নির্মাতা। আইসি ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘মুক্তি’।

এরই মধ্যে সিনেমার চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। বাকি আছে গানের দৃশ্যধারণ। আমেরিকায় চলছে সিনেমাটির পোস্ট প্রডাকশনের কাজ। এরই মধ্যে নতুন খবর জানালেন ইফতেখার চৌধুরী।

তিনি বলেন, ‘গত আগস্টে আমি আমেরিকা এসেছি। এখানেই পোস্টে কাজগুলো করছি। এ সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করবেন ইমন সাহা। অর্কেস্ট্রা হিসেবে থাকবেন সংগীত পরিচালক কিথ লে। আর সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে থাকবেন জেরেমি হাওয়ার্ড। আরো ১১.১ ভার্সনে এ সিনেমার সাউন্ড মিক্স হবে, যা বাংলাদেশের সিনেমায় এটিই প্রথম।’

ইফতেখার চৌধুরী আরও বলেন, ‘এর আগে আমরা ‘অগ্নি’ সিনেমার জন্য ৫.১, ‘বিজলি’ সিনেমার জন্য ৭.১ ভার্সনে সাউন্ড মিক্স করেছিলাম। এবার ১১.১ ভার্সনে করছি। সবশেষ এ প্রযুক্তি ব্যবহার হয়েছিল ‘অ্যাভেঞ্জারস: অ্যান্ডগেম’ সিনেমায়।’

‘মুক্তি’ সিনেমায় এক নায়িকার বিপরীতে অভিনয় করেছেন নয় নায়ক। নায়িকার চরিত্রে অভিনয় করেছেন রাজ রিপা। তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন, কায়েস আরজু, রাশেদ মামুন অপু, আমান রেজা, ক্রিশ্চিয়ানো তন্ময়, আরেফিন জিলানী, আদর আজাদ চৌধুরী, দুর্জয় মামুন, খিজির হায়াত খান। এরমধ্যে অতিথি চরিত্রে আছেন দুই জন।

সিনেমাটি প্রসঙ্গে রাজ রিপা বলেন, ‘শুটিং শুরুর আগে ছয় মাস এ সিনেমার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। অ্যাকশন, স্টান্ট আমি নিজেই করেছি, কোনো ডামি ব্যবহার করিনি। শুটিং করতে গিয়ে একাধিকবার আহতও হয়েছি। সবমিলিয়ে ভালোভাবেই কাজটি শেষ করেছি। কিছু কাজ বাকি আছে, সেগুলো শিগগিরই হয়ে যাবে। সবচেয়ে খুশি লাগছে, হলিউডের প্রযুক্তি এ সিনেমায় ব্যবহার করা হচ্ছে। আমার বিশ্বাস দারুণ কিছু হবে।’

এসএইচ-১২/১৬/২১ (বিনোদন ডেস্ক)